প্রকাশিত: Tue, Jun 13, 2023 11:02 PM
আপডেট: Tue, Apr 29, 2025 12:16 AM

একমাত্র টেস্টে আফগানিস্তানের বিরুদ্ধে আজ মাঠে নামবে বাংলাদেশ

সাঈদুর রহমান: বাংলাদেশের বিপক্ষে এক টেস্ট, তিন ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। ঈদুল আযহার পর অনুষ্ঠিত হবে ওয়ানডে ও  টি-টোয়েন্টি সিরিজ। তার আগে আজ বুধবার মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এক মাত্র টেস্ট ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামছে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচটির প্রতিদিনের খেলা বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে।

সবশেষ ২০১৯ সালে আফগানিস্তানের বিপক্ষে একটি মাত্র টেস্ট খেলেছে বাংলাদেশ। সেবার চট্টগ্রামে আফগানদের কাছে থেকে ২২৪ রানের লজ্জায় ডুবেছিলো সাকিব-তামিমরা। সেই ম্যাচে রশিদ খানের স্পিন ঘূণিতে দিশেহারা হয়ে পড়েছিলো টাইগাররা। তবে চট্টগ্রাম টেস্টে দুই দলকে নেতৃত্ব দেওয়া রশিদ খান ও সাকিব আল হাসান দুইজনই ঢাকা টেস্টে খেলছেন না। টেস্ট পরিসংখ্যানে আফগানদের থেকে অনেকটাই এগিয়ে লিটন-তামিমরা। সবশেষ তিন বছর আগে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলেছে হাশমতউল্লাহ-গুরবাজরা। তবে নিজেদের সেরা দিতে মুখিয়ে আছে তারা। ‘দলে রশিদ খান না থাকলেও ম্যাচ জেতার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে এসেছি’- টাইগারদের এমন হুশিয়ারি দিয়েছেন আফগান টেস্ট অধিনায়ক।

অন্যদিকে আঙ্গুলের ইনজুরিতে দলের বাইরে আছেন টাইগার টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। তার জায়গায় দলকে নেতৃত্ব দিবেন লিটন দাস। এছাড়াও অনুশীলন করতে গিয়ে পিঠের ইনজুরিতে পড়ে এই টেস্ট থেকে ছিটকে গেছেন তামিম ইকবাল। তার জায়গায় জাকির হোসেনে সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে মাহমুদুল হাসান জয়কে। তবে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন টাইগারদের পেস বোলিং ইউনিটের প্রাণ তাসকিন আহমেদ।

এর আগে মিরপুরের উইকেটে সবসময় স্পিনাররা বাড়তি সুযোগ পেলেও আফগানিস্তান টেস্টে ব্যাতিক্রম চিত্র দেখা যাবে। অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো সবুজ ঘাস যুক্ত উইকেটে খেলার অপেক্ষায় তাসকিন-ইবাদতরা। তবে বেলা গড়ানো সঙ্গে সঙ্গে স্পিনাররাও ম্যাচের চিত্র বদলে দিতে পারেন। এমন মন্তব্য করেছেন টাইগারদের হেড কোচ হাথুরুসিংহে। তাই ৪ পেসার নিয়েও মাঠে নামতে পারে বাংলাদেশ দল। সম্পাদনা: তারিক আল বান্না